মুরাদনগরে মাসব্যাপি সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৪

সাজ্জাদ হোসেন, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাসব্যাপি সেলাই প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের বিআরডিবি’র হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক সৈকত সেন গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
মুরাদনগর শুভসংঘের উপদেষ্টা আজিজুর রহমান রনির উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক সমিতির স্যভাপতি এন এ মুরাদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফয়সাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক আজিজুল হক ও আক্তার হোসেন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনম জসিম উদ্দিন। সেলাই প্রশিক্ষণে ২০ জন নারী অংশ নেয়।