বাকেরগঞ্জ টিএনটি রোডে ঝুঁকিপূর্ণভাবে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন বৈদ্যুতিক খুঁটি

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনধি/

বরিশাল বাকেরগঞ্জ টিএন টি রোডে ঝুঁকিপূর্ণভাবে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন বৈদ্যুতিক খুঁটি পুরনো একটি বিদ্যুতের খুঁটি  এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।  বরিশাল জেলার বাকেরগঞ্জ  উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের টিএনটি রোডের  রাস্তার পাশে স্থাপিত বিদ্যুৎ সংযোগ বিহীন  খুঁটিটি প্রায় অনেক  বছর ধরে হেলে পড়ে আছে।
আসছে কালবৈশাখী ঝড় এর ফলে যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটার  আশঙ্কা রয়েছে। এরকম একটি খুঁটির নিম্নাংশে মরিচা ধরেছে এবং প্রায়  কয়েক বছর আগে এটি গোড়া থেকে ভেঙে একদিকে হেলে পড়েছে। এর ফলে এ রাস্তায় চলাচল করা এখন খুবই ঝুঁকিপূর্ণ।

খুঁটিটির উভয় পাশে   অনেক বসত বাড়ি রয়েছে  এখান দিয়ে   প্রতিনিয়ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। সবাই আতঙ্কে আছে- কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটে।বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে এলাকার জনগণ লিখিত অভিযোগ করলে তারা অভিযোগ এর ব্যাপারে কোন কর্ণপাত করছে না।এরকম ঝুঁকিপূর্ণ খুঁটি থাকা অবস্থায় চলছে রাস্তা মেরামতের কাজ।   এ অবস্থায় জরুরি ভিত্তিতে পুরনো বিদ্যুতের খুঁটিটি অপসারণ করা প্রয়োজন। এমতবস্থায়   কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকার জনগণ।