কুলাউড়ায় তরুণদের উদ্যোগে “মানবতার দেয়াল” সাড়া ফেলেছে

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ

রবিরবাজার জামে মসজিদের দেয়ালে দৃশ্যমান ‘মানবতার দেয়াল’ নামে একটি ব্যানার সহ কয়েকটি হ্যাংগার।
‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। দেয়ালটির হ্যাংগারে কিছু কাপড় ঝুলানো। প্যান্ট-শার্ট-গেঞ্জি-চাদর ইত্যাদি। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যাবেন। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যাবেন। এমন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে কুলাউড়ার রবিরবাজারে।

আপনার অপ্রয়োজনীয় জিনিসটি কারো মুখে ফুটাতে পারে প্রয়োজনের হাসি এই শ্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে ৩১ মার্চ (রবিবার) সদ্য গড়ে উঠা তরুণদের নিয়ে “Close to humanity” (রবিরবাজার) একটি সংগঠন এমন উদ্যোগ গ্রহণ করে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহবুব সাদি, রোহান, সারওয়ার রাফি ও মোজাহিদ ইসলাম সহ আরো অনেকে রবিরবাজার জামে মসজিদের দেয়ালে মানবতার দেয়াল স্হাপন করেন।