
মোঃ বেল্লাল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় নুরজাহান আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ১৭ জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ই এপ্রিল (রবিবার) দুপুরে তাদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবিরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিনি এই আদেশ দেন। এর আগে শিবগঞ্জ থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এতে মহাস্থান নূরজাহান হোটেলের ম্যানেজার আলমগীর হোসেন (৪০)কে ৬ মাসের, তার দুই সহযোগি আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং শাহীন মিয়া (২৭), সানিমুল্লাহ (৩০) ও রিমিন খাতুন (৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এছাড়া অভিযানে আটক বাকি ১১ জনকে ২শ টাকা করে জরিমানা করা হয়। এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে বগুড়া শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালতে দন্ড ও জরিমানার কথা স্বীকার করেছেন।