
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক ভোরের কুমিল্লা’র চুয়াডাঙ্গা জেলার স্টাফ রিপোর্টার ও ক্রাইম নিউজ ২৪. নেট এর সহবার্তা সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান।
সাংবাদিক হাফিজুর রহমান আজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক হাফিজুর রহমান বলেন এ টি এম শামসুজ্জামান তাঁর কালোত্তীর্ণ অভিনয়ের মাধ্যমে টিভি নাটক ও চলচ্চিত্র অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছেন। জনপ্রিয় এ অভিনেতা তাঁর অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান (৮০) আজ শনিবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।