
স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ পল্লী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (শিউফা)’র ছত্রাজিত শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠান শিউফার চেয়ারম্যান ও প্রভাষক নুরতাজ আলমের সভাপতিত্বে শুরু হয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিউফার নির্বাহী পরিচালক আব্দুল হাকিম, প্রশাসনিক কর্মকর্তা মুনিরা খাতুন, উপ-পরিচালক গোলাম হোসেন মানিক,সদস্য আব্দুর রাজ্জাক ,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর শাখা ব্যবস্থাপক সোহেল রানা,মনাকষা শাখা ব্যবস্থাপক আজমুল হক,কানসাট শাখা ব্যবস্থাপক তুহিন আলী ,শাহাবাজপুর শাখা ব্যবস্থাপক বাদশাহ ,বিনোদপুর শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ, কামালপুর শাখা ব্যবস্থাপক কাসেদ সহ অন্যান্যরা। উৎসবমূখর পরিবেশে ছত্রাজিতপুর শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।