
স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
উপজেলার রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার সকালে রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্য মোঃ জোবদুল হক, অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক ও শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ দৌলা প্রমূখ।
সমন্বয় সভায় করোনা পরবর্তী বিদ্যালয় ব্যবস্থাপনা, বিকল্প পদ্ধতিতে পাঠদান ব্যবস্থাপনা, টিকাদান রেজিস্ট্রিকরণে উদ্বুদ্ধকরণ, উপবৃত্তি সমস্যা ও সমাধান, মাদ্রাসায় গ্রন্থাগারিক নিয়োগের পূর্বশর্ত ও বই বিতরণ বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বক্তারা ।