
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
১লা জানুয়ারী হতে ১১ জানুয়ারী র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং সকল র্যাব ফোর্সেস এর নির্ধারিত কর্মসূচির মধ্যে অদ্য ১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ সোমবার র্যাব -১৪, ময়মনসিংহ কর্তৃক ১০ জন অসহায়, হত দরিদ্র, গরীব, মেধাবী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অফিসার, ডিএডি ও অন্যান্য র্যাব সদস্য এবং স্কুল, কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তাঁর শহিদ পরিবারবর্গের জন্য রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশের উত্তরোত্তর কল্যাণ কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন সরকারী কলেজ এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফসার মহোদয়, উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ ও স্বনামধন্য বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাবা নাসিমা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম মহোদয়।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিবাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।