
আলী আজীম,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ নাসের নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টূর্ণামেন্ট ২০২০ এর এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৯ই জানুয়ারী) বিকাল ৪টায় ফকিরহাট আট্রাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
সমাপনী অনুষ্ঠানে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার পৌর মেয়র খান হাবিবুর রহমান,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সহ প্রমুখ
এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ তানভীর রহমান সহ প্রমুখ।