ঢাকাMonday , 29 November 2021

জেলা আইসিটি ফোরাম’ এর সভাপতি নাছির উদ্দিন

Link Copied!

মোহাম্মদ শরীফ।

কুমিল্লা ‘জেলা আইসিটি ফোরাম’ এর সভাপতি মনোনিত হয়েছেন দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন (বিএসসি)। সোমবার এক সম্মেলনের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্থান পেয়েছেন কুমিল্লার বিভিন্ন উপজেলার অ্যাম্বাসেডর গন।

আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর জেলা অ্যাম্বাসেডর আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সোমবার বিকেলে নগরীর বধূয়া কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য নাছির উদ্দিন (বিএসসি) একাধিক বার পুরস্কিত হয়েছেন। শিক্ষক বাতায়নের ৬ বারের সেরা কন্টেন্ট নির্মাতা নাছির উদ্দিন (বিএসসি)। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত a2i এর অধীনে মডেল কন্টেন্ট ডেভলপার। এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক এর অনুশীলন পাতার নিয়মিত কলাম লেখক। জাতি গড়ার কারিগড় দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয় শিক্ষক নাছির উদ্দিন (বিএসসি) বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে মনোনিত করায় জেলা শিক্ষা অফিসার জনাব মো: ইউনুস ফারুকী স্যার এবং আহ্বায়ক মো: নাসির উদ্দিন সুমন স্যারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!