জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিট ও উফশী বোরো ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে রবি ২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি, কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ৩ হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩৬২৮০ কেজি বীজ, ৪০ হাজার ৮০০ শত কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে এই প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।