ঢাকাThursday , 25 November 2021

সুনামগঞ্জের মধ্যনগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সভা অনুষ্ঠিত

Link Copied!

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মধ্যনগর ইউনিয়ন পরিষদে ২৫নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধাগন। বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃনুরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল কাদিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান। অন্যানদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদুয়ানুল হালিম।বীরমুক্তি যোদ্ধা আঃজব্বার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।সাবেক আওয়ীমলীগের যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার প্রমুখ। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।জাতির শ্রেষ্ট সন্তানদের এমন উদ্যোগের প্রতি স্বাগত জানান।প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর হাসান পলাশ মুক্তিযোদ্ধা সংসদ সংষ্কার ও কমপ্লেক্স নির্মাণের বিষয়ে কাজ করবেন বলে জানান।

## এম এম এ রেজা পহেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!