ঢাকাTuesday , 23 November 2021
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তনে সিলেট অঞ্চলের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সহযোগীতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অবহিতকরণ সভা এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম পিকে। কর্মশালায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জুনিয়র ট্রেইনার মো. ফিরোজ রায়হান ও ইমরান আলী ৩০ জন প্রশিক্ষণার্থীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।

#এম এম এ রেজা পহেল।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!