ঢাকাTuesday , 12 October 2021

মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আরিফুল হক

Link Copied!

আলী আজীম,
বাগেরহাট জেলা প্রতিনিধি:

মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে,এম আরিফুল হক। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির, বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মন্ডপ, টাটিবুনিয়া মন্দির, দিগরাজ ও বুড়িরডাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। বিভিন্ন মন্দির-মন্ডপে গিয়ে পুলিশ সুপার আরিফুল হক সনাতন ধমার্বলম্বীদের সাথে শারদীয় কুশল বিনিয়ম ও তাদের খোঁজ খবর নেন। করোনা বিধি নিষেধ মেনে দূগোর্ৎসব উদযাপন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবাণও জানান তিনি। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিজেরকেই নিশ্চিত করতে হবে। তারপরও কোথাও কোন ধরণের বিশৃঙ্খলার খবর পেলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য বলেন তিনি।

এবার মোংলায় ৩৭টি মন্দির-মন্ডপে শান্তিপূর্ণ জাকজমক পরিবেশের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূগার্পুজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!