ঢাকাTuesday , 16 November 2021

শিবগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হলরুমে বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল হাফিজ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোতাওয়াক্কিল রহমান জেলা নির্বাচন কর্মকর্তা, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হাফিজ বলেন, ইউপি নির্বাচনের প্রার্থীরা সকলে আচরণবিধি মেনে চলবেন এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!