ঢাকাMonday , 15 November 2021

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Link Copied!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম এর নির্দেশে মাদকের বিরুদ্ধে ময়মনসিংহের প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ নভেম্বর ২০২১ তারিখ সকাল ১০.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা হইতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহিদ (৩৪), পিতামৃত-আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং- বিন্দুবাড়ী (তেজগাঁওবাড়ী), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ আয়েছ (২৪), পিতা মৃত-আবুল কাশেম, মাতা-মোছাঃ নুর বেগম, সাং-উত্তর শিলখালী (আবুল কাশেমের বাড়ী, বাহারছড়া ইউপি, পোঃ-জাহাজপুর), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়।

০২ মাদক ব্যাবসায়ী ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!