ঢাকাThursday , 16 November 2023

বিনোদপুর ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের সংলাপ-২০২৩

Link Copied!

স্টাফ রিপোর্টার,সোহরাব আহমেদ // শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্হানীয় জনপ্রতিনিধি প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডারদের সাথে সংলাপ-২০২৩ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project বাল্যবিবাহ এবং শিশু সুরক্ষার জন্য যুব সংঘ তৈরি করা হয়।

আতিকা জাহানের সঞ্চালনায় জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে যুব ফোরামের অনিরুদ্ধ যুব ফোরাম, উদ্দীপ্ত তরুণ সংঘ, আলোর দিশারী যুব সংঘ, প্রতিবাদী যুব সংঘসহ ইত্যাদি নামকরণ করা হয়।

বিনোদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক,জামিল উদ্দিন বলেন বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। এছাড়া স্কুল,কলেজ,মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার করা হয়।

ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সামাজিক সংঘের মাধ্যমে উপজেলা থেকে বাল্যবিবাহ কমিয়ে আনার জন্য ওয়াল ভিশন বাংলাদেশ কাজ করছেন এ জন্য সাধুবাদ জানাই।

বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বলেন,বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায়। তাই বাল্য বিবাহের প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে বাল্যবিবাহরোধ করা সম্ভব হবে।

আরও বক্তব্য রাখেন: বিনোদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কলিমউদ্দিন,প্রধান শিক্ষক,সাব্বির উদ্দিন মসজিদের ইমাম এবং মা-বাবাদের বাল্যবিবাহ সম্পর্কে বুঝানো হয়। আরও অনেক উপস্থিত ছিলেন।

তিনারা প্রত্যেক ইউনিয়নে কার্যনির্বাহী কমিটি গঠন করে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান কে উপদেষ্টা করে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্হানীয় জনপ্রতিনিধি প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডারদের সাথে করে সংলাপ করেন। এবং প্রত্যেকটি ইউনিয়নে শিশু সুরক্ষার জন্য যুব সংঘ তৈরি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!