রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় ট্রাক চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো জন মাদ্রাসা ছাত্র আহতের খবর পাওয়া যায়। জানা যায়, মাদ্রাসা থেকে বাড়িতে ফিরার পথে তার সহপাঠী বন্ধুরা সহ আসার সময় ম্যাক্স কোম্পানির পানির ট্যাংকির গাড়ির চাপা পড়ে এ নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড ফতেহপুর এলাকার প্রবাসী মিজানুর রহমানের ছেলে নিহত ইসমাইল। নিহত ইসমাইল স্থানীয় উম্মুল কোরান মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মাদরাসা থেকে বের হয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল ইসমাইল ও তার দুই বন্ধু। এসময় রাস্তায় পানি ছিটানো একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। এতে তার দুই বন্ধু আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।