ঢাকাTuesday , 7 November 2023

বাকেরগঞ্জে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) বাকেরগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৫ টায় বাকেরগঞ্জ চৌমাথা উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ কাওছার ক্ষৌনিশের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি এসএম পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মো: জিয়াউল হক আকন (দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা), সাংগঠনিক সম্পাদক, মুহা.সফিক খান, (প্রতিদিনের কাগজের বাকেরগঞ্জ প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান (প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), মো: জাহিদুল ইসলাম (মুক্ত খবর) পত্রিকার প্রতিনিধি, অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল ( হিরন্ময় ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), মো: সানি (সত্য সংবাদ) পত্রিকার প্রতিনিধি, মো: রফিকুল ইসলাম (আমাদের বরিশাল) পত্রিকার প্রতিনিধি, মো: সুরুজ তালুকদার (দৈনিক সমাচার) পত্রিকার প্রতিনিধি, মো: আবু সালে (শাহনামা) পত্রিকার প্রতিনিধি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়াও বিএমএসএফ’র ১৪ দফা দাবীগুলো তুলে ধরে অনতি বিলম্বে সেগুলো কার্যকর করার জোর দাবী জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!