ঢাকাMonday , 30 October 2023

চরভদ্রাসনে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন

Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন আজ সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ এর শুভ উদ্বোধন এবং উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চরভদ্রাসন উপজেলা মডেল মসজিদের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সবশেষে তিনি চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা ও সমন্বয় মিটিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন উপজেলা যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ, সহ অন্যান্য নেতা কর্মীগণ।

সভায় বক্তারা বিএনপি ও জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সকলকে বিগত উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!