দেবিদ্বার প্রতিনিধি//
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রবিবার (২৯-১০-২৩) বিকালে দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল এর নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার পৌর শহরের চান্দিনা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পদক্ষিন শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রো জালিয়ে দেয়। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না। জামায়াত-বিএনপি নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অহেতুক কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আর যদি হন, তাহলে পুলিশের প্রয়োজন হবে না। আপনাদের সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলা করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। বিক্ষোভ সমাবেশ উপস্থিতি ছিলেন, দেবিদ্বার পৌর কাউন্সিলর আবুল হোসেন, পৌর যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মাহমুদুল হাসান,ফরহাদ চৌধূরী,শোয়েব ভূইয়া প্রমূখ।