দেবিদ্বার প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের মুসল্লিরা৷ (২৮-১০-২৩) শুক্রবার বাদ জুম্মা জাফরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে কালিকাপুর, হাতিমারা সহ বিভিন্ন এলাকা পদক্ষিন করে৷
বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরাইলের হামলা মানবজাতির জন্য নতুন কলঙ্ক উল্লেখ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য আহব্বান করেন৷ সমাবেশে মাওলানা রেজাউল করিম বলেন, আমরা বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনবাসীকে সমর্থন জানাচ্ছি। দখলদার ইসরাইলিদের আমরা স্পষ্ট বলে দিতে চাই-ফিলিস্তিনে চলমান আগ্রাসন-হত্যা বন্ধ না হলে রক্তের বন্য বয়ে যাবে। বুকের তাজা রক্ত ঢেলে দিতে কোটি কোটি মুসলমান প্রস্তুত।ফিলিস্তিনবাসীকে খাদ্য, পানীয়, জ্বালানি, বিদ্যুৎ বন্ধ করে যে বর্বরতার পরিচয় ইসরাইল দিয়েছে, তা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। যদি এ বর্বরতা চলতে থাকে, তাহলে এর কড়া মূল্য দিতে হবে ইসরাইলকে।