মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) //
কুমিল্লার মনোহরগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও হাতির ঝিলের আদলে তৈরী একটি আর্চ গার্ডার ব্রীজ উদ্ভোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে ফায়ার সার্ভিস, হাটিরপাড় গ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও খরখরিয়া-দুর্গাপুর গ্রামে নদনা খালের উপর দৃষ্টিনন্দন এ ব্রীজটি উদ্ভোধন করা হয়। ফায়ার সার্ভিসটি চালু হওয়ায় এ এলাকার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি অগ্নি নির্বাপন বিষয়ে নবদিগন্তের সূচনা হয়েছে, হাতির ঝিলের আদলে তৈরী একটি দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রীজ চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চালু হওয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রায় ভীষন খুশি এ এলাকার মানুষ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পেয়ে অনুভূতি জানাতে গিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল আজিজ বলেন উপজেলা গঠনের প্রায় ১৯ বছর পর আমরা আমাদের কাঙ্খিত প্রতিষ্ঠান পেয়েছি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ উপজেলায় এমন জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আনুষ্ঠানিক উদ্ভোধন করায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম কে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, চট্রগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিম, সহকারি পরিচালক তওফিকুল ইসলাম ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লার ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম তদন্ত অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাইশগাঁও ইউপি চেয়াম্যান মোঃ আলমগীর হোসেন বি এস সি, সরসপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন, বিপুলাসর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, ঝলম (দঃ) ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন বাবুল, সরসপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল হাই, ঝলম (দঃ) আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন (মন্টু), উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক জানে আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।