ঢাকাThursday , 26 October 2023

দেবিদ্বারে ফিলিস্তীনীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি

ফিলিস্তীনীদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দেবীদ্বার উপজেলার বিভিন্ন মাদ্রাসার কয়েকশত শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিকামী ফিলিস্তীনীদের স্বাধীনতা সংগ্রামের সাথে সংহতি জানিয়ে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার

দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কমপ্লেক্স থেকে কয়েকশত বিক্ষোভকারী মিছিলসহকারে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

এসময় ফিলিস্তীনীদের পক্ষে সংহতি জানিয়ে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদক এবিএম আতিকুর রহমান বাশার, সহকারি অধ্যাপক মাওলানা মো. আবুল বাশার, দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আশরাফুল আলম ওবায়দী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!