বর্ণাঢ্য সাজে পালিত জশনে জুলুস :
কুমিল্লা বি পাড়াস্থ কল্পবাস আল আমিন বারীয়া খানেকা শরীফ হতে “মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন বাংলাদেশ ” এর ব্যবস্হাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এ ধরায় শুভাগমন উপলক্ষ্যে প্রতি বছর রবিউল আউয়াল মাসের প্রথম সোমবার কল্পবাস আল আমিন বারীয়া খানেকা শরীফে ফজরের নামায আদায় করে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে আগত মুসল্লিবৃন্দ এই পবিত্র জশনে জুলুসে অংশগ্রহণ করেন।
১১ অক্টোবর উদযাপিত এই জশনে জুলুসে
সভাপতিত্ব করেন চট্টগ্রামস্থ দরবারে বারীয়া শরীফের পীর সাহেব মুফতী ছৈয়্যদ শামছুদ্দোহা বারী,,,আরো উপস্থিত ছিলেন নায়েবে সাজ্জাদানশীন সৈয়্যদ মোকাররম বারী,নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ সাইফুল ইসলাম বারী,নায়েবে সাজ্জাদানশীন সৈয়্যদ এরশাদুল বারী,সুখছড়ি দরবার শরীফের শাহজাদা সৈয়দ মুয়িদুল হক চিশতী।
সদর ইউনিয়ন চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বি পাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক মনির চৌধুরী, তারেক রেযা, মাসুদ রেযা, ইকবাল হুসাইন কাদরী,মাওলানা গাজী আব্দুল হাফিজ, ও দরবারে বারীয়া শরীফ সহ বিভিন্ন দরবার শরীফের ভক্তবৃন্দ সুন্নি জনতা এবং ওলামায়ে কেরাম।
উক্ত জুলুস সমাপনী বক্তব্যে দরবারে বারীয়া শরীফের পীর সাহেব বলেন “এই জুলুস কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মুহাব্বাতে আয়োজিত জুলুস। সর্ব স্তরের আশেকদের আমন্ত্রণ থাকবে আজীবন “।