জাহিদুল ইসলাম //
বাকেরগঞ্জের রঙ্গস্রী ইউনিয়নের বাখেরকাঠী ঘোষ বাড়ি সংলগ্ন তুলাতুলী নদীর পাড়ে গড়ে উঠা এসএমবি ইট ভাটা টির অর্ধেক অংশ হঠাৎ করে নদী গর্ভে বিলীন হয়ে যায়। শনিবার রাত ৯ টা থেকে মধ্য রাত পর্যন্ত নদী ভাঙ্গনের তান্ডব চলে। স্থানীয়রা জানান,এটি একটি নজিরবিহীন ঘটনা সন্ধার পরেও আমারা ইট ভাটার আশে পাশে কাজ করেছি কিন্তু তখন কোন ভাঙ্গনের অবস্থা দেখা যায়নি,হঠাৎ করে রাত বাড়ার সাথে সাথে প্রায় ইট ভাটার এক একর জমি দেবে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ইট ভাটার মালিক শহিদুল ইসলাম ও জাকির মাঝি জানান,প্রতিদিনের ন্যায় ইট ভাটায় কাজ চলছিলো,সারাদিন ভালো ছিলো নদী ভাঙ্গনের কোন অবস্থা দেখা যায়নি কিন্তু রাত বাড়ার সাথে সাথে হঠাৎ করে ধসে গেলো আমাদের ইট ভাটার অর্ধেক অংশ। তারা জানায়,আমাদের ইট-ভাটা টি এবার নতুন শুরু করেছি ক্লিন এবং চুল্লীর কাজ চলমান রয়েছে,ঠিক এমন সময় এই বিপদ আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে। আমাদের জমিসহ ইট, ঘর-বাড়ী, মাটি সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমাদের ক্ষতির পরিমান প্রায় এক থেকে দেড় কোটি টাকার মত। স্হানীয় ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার জানান, নদী ভাঙ্গনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি সেখানে ছুটে যাই,সরেজমিনে গিয়ে দেখি ইট ভাটাটির ব্যাপক ক্ষতি হয়েছে,আমার ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি তাদের সাহায্য করবো এবং উপজেলা পরিষদে ভাঙ্গন রোধের বিষয়ে কথা বলবো। ইট ভাটার মালিক শহিদুল ইসলাম বলেন,আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে এখন যতটুকু ভালো আছে ততটুকু রক্ষার জন্য আমি বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে তিনি আমার এই ইট ভাটা সহ এলাকা বাসীর ঘর-বাড়ী রক্ষার্থে দ্রুত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্হা করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল জানান, নদী ভাঙ্গনের বিষয়টি আমি শুনেছি, আমি সরেজমিন পরিদর্শন করে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানাবো।