ঢাকাFriday , 15 September 2023

ভোলায় নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

Link Copied!

এইচ এম হাছনাইন,ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামের চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার মেলকার বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশু আয়াত একই এলাকার হাওলাদার বাড়ীর মো. ফিরোজের ছেলে। জানা যায়, শিশু আয়াত বাবা মায়ের সাথে ঢাকাতে থাকতেন। ২দিন আগে আয়াত তার মায়ের সঙ্গে নানা বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে আয়াত খেলতে বের হওয়ার কিছু সময় পর মা আছিয়া তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়ে দেখেন আয়াত পুকুরের পানিতে ভাসছে। তখন সে চিৎকার করলে বাড়ীর সবাই চলে আসে এবং দ্রুত গতিতে পানি থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরী করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!