স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে কাভার্টভ্যানের ধাক্কায় জসিম উদ্দীন (২২) নামে এক পথচারী নিহত হয়েছে।
নিহত জসিম উদ্দীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি এলাকার মো.পুটুর ছেলে। রোববার বিকেলে সোনামসজিদ বিজিবি ক্যাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,বিকেলে রাস্তা পার হচ্ছিল জসিম উদ্দীন। এসময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জসিম উদ্দীন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ হোসেন বলেন,মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্টভ্যানটি আটক করতে জেলার পুলিশ সদস্যদের ম্যাসেজ দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।