ঢাকাSunday , 7 November 2021

চাঁপাইনবাবগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু।।

Link Copied!

স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় বাথরুম রাখা বালতি ভর্তি পানিতে ডুবে সাবা (০৩) ও সাহারা (০৩) নামে দুই জমজ শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার ৭ নভেম্বর সকাল ৯ টার দিকে জেলা শহরের মসজিদ পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে বাথরুম থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলা করছিলেন শিশু দুটি।

বুঝে ওঠার আগেই হঠাৎ করে বালতির মধ্যে পড়ে যায় তারা এবং মৃত শিশু দুইজনই অসস্থবোধ করলে। এ সময় স্থানীয়সহ প্রতিবেশী আত্মীয়-স্বজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার জনাব মোঃ আশিক রহমান বলেন, বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তারা মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব মোঃ মোজাফফর হোসেন জানান ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!