জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ভোলা সদর মডেল থানায় এজাহারভুক্ত প্রধান আসামী মাঃ রুবেল (২৫) নামে এক যুবককে ভোলার তজুমদ্দিন থেকে আটক করেছে ভোলা সাইবার ত্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা
শাখা, ভোলার একটি চৌকশ টিম।
মােসাঃ রাজিয়া খাতুন (৪০) নামে এক ভুক্তভােগী বাদি
হয়ে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২০
জনের পরিচয় সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৪৪
লাখ টাকা প্রতারনার অভিযোগে ভোলা সদর মডেল
থানায় একটি মামলা দায়ের করেন। রুজুকৃত মামলার
প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ শে
মে রাতে সাইবার ক্রাইম ইনভস্টিগেশন সেল ভোলার
এসআই রিপন সহ একটি টিম আসামী মােঃ রুবেল
(২৫), পিতা-রফিজল কাদের কে ভােলার তজুমদ্দিন উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির দেওয়া
তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সহযোগী অন্যান্য
আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।