ঢাকাThursday , 25 May 2023
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলে কে পিটিয়ে হত্যা

Link Copied!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভােলার দৌলতখানে রতন মাঝি (৫০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ মে)সন্ধ্যার পর উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নংওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলের দিকে চরপাতা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় দুই পরিবারের বাচ্চারা খেলাধুলা করছে। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে পুনরায় বাধে সংঘর্ষ।

এরপর বিষয়টি স্থানীয়ারা কিছুটা নিষ্পত্তি করে দিলেও সন্ধ্যার পর বেড়িবাধের সেই হাতাহাতির ঘটনায় জড়িত এক শিশুর বাবা রতনকে প্রতিপক্ষ নারী পুরুষ একত্রিত হয়ে তুলে নিয়ে যায় একটি অন্ধকার ঘরে। সেখানে তাকে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন।

নির্যাতনের একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দৌলতখান থানা পুলিশ। সেখান থেকে তারা নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে সম্পূক্ত প্রতিপক্ষ এক নারীকেও আটক করে।

এদিকে আজ ২৫ মে বৃহস্পতিবার ইউনিয়নটিতে চেয়ারম্যান
পদে শুরু হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। এর আগেই
জেলেকে পিটিয়ে হত্যা করার বিষয়টিকে নির্বাচনের ইস্যু হিসেবে দাঁড় করানাের জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে।
তবে এই ঘটনার সাথে চরপাতা ইউনিয়নের নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি)মােঃ জাকির হােসেন। তারপর তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানাো হয়। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ভােলা সদর হাসপাতালের মর্গে। এমনকি এ ঘাটনার প্রধান আসামি হিসেবে এক নারীকে আটক করা হয় বলে জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!