জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে নাজিউর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের প্রভাষক জনাব হেলাল উদ্দিন। তিনি ছাত্র ছাত্রীদের মাঝে জুলিও কুরি এর পরিচয় তুলে ধরেন। তিনি তার বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রাখেন যে, বাংলাদেশে আর কত বাকস্বাধীনতা থাকবে? প্রধানমন্ত্রী তার পিতা শেখ মুজিবুর রহমানকে ছোট করছেন? দেশে আর কত অশান্তি বিরাজ করবে? তার পর তিনি তার বক্তব্যে শেষ করেন। এরপর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,দর্শন বিভাগের শিক্ষক জনাব মাকসুদুল আলম।
এরপর একে একে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক – শিক্ষিকারা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জনাব পীযুষ কান্তি হালদার। তিনি বলেন, বিশ্বে যত বীর আছে তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি জুলিও কুরি শান্তি পদক প্রাপ্ত হন।
সবশেষে বক্তব্য রাখেন উক্ত আলোচনা সভার সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপিক জনাবা জোবাইদা নাসরীন।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির আজ ৫০ বছর।
জীবনে যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি তার জন্মভূমি বাংলাতে নয় সারা বিশ্বে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর তিনি ছাত্র ছাত্রীদের বলেন আগামীতে তোমরাই দেশ বিনির্মাণে অবদান রাখবে।
বলা বাহুল্য যে,উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব পীযুষ কান্তি হালদার।সভাপতিত্ব করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা জনাবা জোবাইদা নাসরীন ।