জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ পৌর জাতীয় পার্টির উদ্যোগে অদ্য ১৯ শে মে শুক্রবার সন্ধ্যা ৭ টায় দলকে সুসংগঠিত যুগোপযোগী করে তুলতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে ওয়ার্ড পর্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় দলিয় সেবা পৌঁছানোর লক্ষকে সামনে রেখে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব রুহুল আমিন হাওলাদারের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের এমপি ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনার বাস ভবন (পল্লী ভবনের) সামনে এ মতোবিনিময় সভার আয়োজন করা হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বশির আহম্মেদ সবুজ, সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও দলিয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় নিজনিজ এলাকায় তাদের দলিয় কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে মতবিনিয় প্রদান করেন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে দলের সকল নেতাকর্মীদের সকল স্বরযন্ত্রের মোকাবিলা করে দলকে সুসংগঠিত যুগোপযোগী করে এগিয়ে নিয়ে যেতে সকল রক্ত চক্ষকে উপেক্ষা করে এলাকাবাসী কল্যানে কাজ করে যেতে আহবান জানান। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দফায় দফায় দলিয় সাংগঠনিক কাজে গতি আনতে প্রসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনার নেতৃত্বে উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জাতিয় পার্টি এখন আরো বেশি শক্তিশালি এবং জনগনের ভালোবাসায় পূনরায় বাকেরগঞ্জে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করে দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে আহবান জানান। পুরো অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সঞ্চলনার দায়িত্ব পালন করেন উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ফিরোজ আলম।