ঢাকাMonday , 15 May 2023
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অদ্য ১৫ই মে সোমবার বিকাল ৫ টায় দলকে সুসংগঠিত যুগোপযোগী করে তুলতে দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় দলিয় সেবা পৌঁছানোর লক্ষকে সামনে রেখে দলের এমপি ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনার বাস ভবন (পল্লী ভবনের) সামনে বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টি সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বশির আহম্মেদ সবুজ, সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, সহ সভাপতি গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক মাহফুজ আহমেদ, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, সাবেক রঙ্গশ্রী ইউনিয়ন সভাপতি আলম ভুইঁয়া, রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল হোসেন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও দলিয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় নিজনিজ এলাকায় তাদের দলিয় কর্মকান্ড বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে দলের সকল নেতাকর্মীদের সকল স্বরযন্ত্রের মোকাবিলা করে এগিয়ে যেতে সকল রক্ত চক্ষকে উপেক্ষা করে এলাকাবাসী কল্যানে কাজ করে যেতে আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!