ঢাকাMonday , 15 May 2023
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের মালামাল জব্দের আদেশ আদালতের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী আমেরিকা পলাতক সাজিবের মালামাল জব্দের আদেশ জারি করেছে আদালত। সোমবার (১৫ মে ২০২৩ ইং) দুপুরে ৪নং আমলী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ওমর ফারুক এই আদেশ দেন। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর পলাতক সাজিদের গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।।

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, ‘শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। এর আগে বিজ্ঞ আদালত সাজিবসহ চার আসামীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন৷ আজ দুপুরে পলাতক প্রধান আসামী সাজিবের মালামাল জব্দের আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুঁড়ির আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন।

নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!