জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২২-৩০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে উপকরণ বৈধ জাল ও গরু বিতরণ অনুষ্ঠান অদ্য ১২ই মে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বশির আহমেদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, যুব সংহতির সভাপতি ও রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার গম্যমান্য ব্যাক্তি ও তালিকা ভূক্ত জেলেরা, এ সময় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের আমলে জেলেদের জীবন সংগ্রামের মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উপস্থিত জেলেদের বিস্তারিত অবহিত করার পাশাপাশি সরকারের নেওয়া কঠোর আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকতে পরামর্শ দেন।