ঢাকাTuesday , 9 May 2023
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ৪৪তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৮ই মে সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও আয়োজনে অংশ নেওয়া স্কুল কলেজের ছাত্র -ছাত্রী ও শিক্ষক বৃন্দরা। তথ্য প্রযুক্তির ব্যবহারের উন্নতি ও অবনতি দুটো বিষয়কেই গুরুত্ব দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপজেলায় গুরুত্বপূর্ণ ৭ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলো হলো বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে,কলসকাঠি বি এম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, রতনা আমিন মহিলা কলেজ, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা পাদ্রীশিবপুর, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, জিবন সিংহ মডেল মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় গুলো ছিলো সৌর বিদ্যুৎ সম্ভবনা, ফাস্টফুডের ক্ষতি, বিদ্যুৎ ও পানির অপচয়, ইন্টারনেটে আসক্তি ও ক্ষতির প্রভাব নিয়ে। অত্যান্ত উৎসব মূখোর পরিবেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহন কারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুস্কিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!