ঢাকাMonday , 8 May 2023
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সড়ক দুর্ঘটনা অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু

Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইলে বাসের চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেমগঞ্জ বাজারের (ঝালুয়া) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ থেকে শামীম এন্টারপ্রাইজ নামের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে নান্দাইলের হেমগঞ্জ বাজারে বাসটি বৃদ্ধকে চাপা দেয়। এতে ওই বৃদ্ধ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। বাসটিকে জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শামীম এন্টারপ্রাইজের বাসটি বৃদ্ধকে চাপা দেয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে এখনো তাঁর পরিচয় জানা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!