ঢাকাSunday , 7 May 2023
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি : অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিশ্বনাথে রবিবার (৭মে) বাসিয়া সেতুর উপর মানববন্ধন করেছে উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য জোট।

উপজেলার বিভিন্ন শাখা থেকে আসা শ্রমিকেরা যোগদেন মানববন্ধনে। শত শত ক্ষুব্ধ শ্রমিকেরা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানান সরকারের প্রতি।

দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শ্রমিকেরা বলেন, সময়সীমার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না হলে সবাইকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য জোটের সভাপতি, কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য জোটের প্রধান উপদেষ্ঠা ময়না মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য জোটের সহসভাপতি সেবুল মিয়া, ফরিদ মিয়া, যুগ্ম সম্পাদক তোরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক আখলুছ আলী, সদস্য আনসার আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ, আক্তার হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন শাখার পরিবহণ শ্রমিক ঐক্য জোটের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!