জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উন্নয়নের সহায়ক বিনা কৃষি প্রযুক্তি পল্লির শুভ উদ্বোধন অনুষ্ঠান অদ্য ৪ঠা মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় কৃষক রমজানের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে অত্র এলাকায় প্রথম বারের মতো বিনা কৃষি প্রযুক্তি পল্লীর শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনা প্রধান কার্যলয়ের মহা পরিচালক ময়মনসিংহ ড. মির্জা মোফাজ্জল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের কৃষিবিদ শওকত ওসমান, প্রধান বিজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কৃষি তত্ত্ব বিভাগ বিনা প্রধান কার্যালয়ের ড. মোঃ শহিদুল ইসলাম, বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মুরাদুল হাসান, অতিরিক্ত পরিচালক শষ্য মুছা ইবনে সাঈদ, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা কৃষি অফিসার সুনীত কুমার সাহা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রাসেল সিকদার, উপ সহকারী কৃষি অফিসার উৎপল চন্দ্র দাস, এবং উপজেলার কৃষি দপ্তরের সকল কৃষি অফিসার বৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ, ইউ পি সদস্য কামাল হোসেন হাওলাদার সহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যাক্তি ও কৃষক পরিবারের সদস্যরা। আলোচনা সভায় কৃষকদের উদ্দেশ্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তথ্য কৃষকদের মাঝে তুলে ধরা হয়। চেষ্টা ও পরিশ্রম করে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনে ভূমিকা রাখা যায় সে বিষয় তুলে ধরে বিনা কৃষি প্রযুক্তি পল্লীর কার্যক্রম ও সহায়ক ভূমিকার বিস্তারিত প্রকাশ করন। উক্ত প্রকল্পের অর্থায়নে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্প। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা করেন বিনা উপকেন্দ্র রহমাতপুর বরিশাল ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাকেরগঞ্জ বরিশাল।