জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যারিস্টার ফারহা ফিজা বিনতে আমিনের উদ্যোগে অদ্য ১৭ ই মার্চ শুক্রবার সকাল ১০ টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯২৩ সালের এই দিনে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেন। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনা আমিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মাধ্যমিক অফিসার তপন কুমার দাস সহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা।

