ঢাকাSaturday , 11 March 2023
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

Link Copied!

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আবুল বাশার //

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার সকালে খলিলপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে জমকালো একটি আয়োজনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সভাপতি মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে এটি এম মাছুদুল হক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রী স্টার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও অত্র কলেজের দাতা সদস্য মো: হোসাইন মজুমদার। তিনি বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন মোবাইলে বেশি সময় না দিয়ে পড়াশুনায় সময় দিতে হবে, মনে একটা জিদ রাখতে হবে যেন সফলতা আসে।
তোমার সফলতা দেখিয়ে পরিবার ও শিক্ষকদের উপর প্রতিশোধ নিতে হবে। তিনি আরোও বলেন সবাই তোমাকে অবহেলা করলেও তুমি ভেঙ্গে পড়ো না! একদিন ঠিকই তুমি সফল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফয়েজ আহমেদ। অত্র কলেজের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: তাজুল ইসলাম সরকার, হাজী আব্দুল করিম, জাহাঙ্গীর আলম ভূইয়া, মোঃ আমির হোসেন, রোসমত আলী মেম্বার,মোঃ আবু তাহের, মোঃ কামাল হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মো: আরিফ, মোঃ দৌলত খান সহ আরো গন্যমান্য ব্যাক্তিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক মোঃ আবুল বাশার, মোঃ আক্কাস আলী,বশির আহম্মেদ,মাজেদুল ইসলাম, নিলুফা আক্তার খানম, মমিনুল ইসলাম, রতন চন্দ্র দাস, ফারজানা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!