ঢাকাSaturday , 4 March 2023
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট খুলছে ১২ মার্চ

Link Copied!

স্টাফ রির্পোটার,সৌরাব আলি সাংবাদিক।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে আগামী ১২ মার্চ। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহেদ বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন সোনামসজিদ মহদীপুর ইমিগ্রেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল তিনটার দিকে তিনি সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এর উদ্বোধন করবেন।

এর আগে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

জানা গেছে, সোনামসজিদ রুট দিয়ে বছরে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াত করেন। ইমিগ্রেশন বন্ধ থাকায় এই অঞ্চলের লোকজনকে আড়াইশ কিলোমিটার পথে ঘুর যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোয় বেশি লাগছে। সোনামসজিদ চেকপোস্ট চালু হলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদীপুর স্থলবন্দর।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!