বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়া পুর ক্লাসটারের ২৪৬ নং নাগের কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তাজাতিক মাতৃভাষা দিবস পালন শেষে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা কোহিনূর বেগমের বিদায় উপলক্ষে অশ্রুসজল শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি বরগুনা তালতলি উপজেলার এল জি ই ডিতে কর্মরত বিশিষ্ট সমাজ সেবক মাসুদ সিকদারের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।
“কত রাজ্য, কত রাজা গড়িছো নিরবে
হে পূজ্য, হে প্রিয়
একত্বে বরন্য তুমি, স্মরন্যে এককে
আত্মার আত্মীয়ে”
এমন মনোমুগ্ধকর সম্মোধনের মধ্যে দিয়ে বিদায়ী শিক্ষিকার কর্মের প্রতি স্বীকৃতি প্রদান করে বলেন,
” উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী
কন্টাকাকীর্ণ পথ দিচ্ছ পাড়ি
তুমি জ্ঞানের কান্ডারী
তুমি আলোর দিশারী”
এছাড়াও প্রিয় শিক্ষিকার অবসর জীবনের সুখ সন্মৃৃদৃি কামনার পাশাপাশি তার নিরলস কর্ম নিষ্ঠায় গড়ে ওঠা কৃৃর্তিমান শিক্ষার্থীদের অনুজ হিসেবে মহান পরম শ্রদ্ধাঅবনত মস্তকে তার মহানুভবতার স্বীকৃতি প্রদান করে বলেন,
” প্রানের জাগরণে তুমি আলোর দিশারী,
উর্দ্ধশীরে তুমি বরেন্য,
তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরি”
এমন সব হৃদয় জুড়ানো অবিধানের মধ্যে দিয়ে বিদায় বেলা অশ্রুসজল নেত্রে সদ্য অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষিকা কোহিনূর বেগমকে শ্রদ্ধা আবনত মস্তকে বিদায়ী সন্বর্ধনা প্রদান করা হয়েছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বেল্লাল সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক নেওয়াজ মল্লিক, আব্দুল কুদ্দুস হাওলাদার, সাংবাদিক জাহিদুল ইসলাম, নাজমুল হাসান, সুমন সিকদার অভিভাবক সদস্য বশির শিকদার, সহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান অতিথি ও শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

