কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুকে সংবর্ধনা প্রদান ও নবনির্মিত জেলা পরিষদ সুপার মার্কেট উদ্বোধন উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য শিরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তি, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল হোসেন রাজু ও সাবেক সদস্য মোঃ শাহজান সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা জি এস আবুল খায়ের, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস আবদুল মান্নান মোল্লা, সহ সভাপতি শাহাদৎ হোসেন মিঠু, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, দেবিদ্বার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেছ খান সহ আরো অনেকে।

