এ প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী সামিতা ইয়াসমিন। প্রতিবেদকের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি তার সংগীত জীবনে কিভাবে আসলেন সে সম্পর্কে বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দেন।
এ সময় প্রতিবেদক সর্বপ্রথম প্রশ্ন করেন সংগীত জীবনে আপনার কিভাবে আশা?
ছোট বেলা থেকেই গান শিখি। বিপুল ভট্টাচার্যের কাছে গান শিখি। আমার গানের পেছনে অনুপ্রেরণা যুগিয়েছিলেন আমার জন্মদাত্রী মা।আমার যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন দশম শ্রেণীর বড় ভাই-বোনদের সাথে নজরুল গীতি গানে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম স্থান অধিকার করি। আমি তখন খুব ছোট ছিলাম আমি যখন পুরস্কারটা নেয়ার জন্য স্টেজে উঠতে পারছিলামনা তখন আমাকে বিদ্যালয়ের আমার শদ্ধাভাজন প্রানপ্রিয় হক স্যার আমাকে কোলে করে স্টেজে তুলেছিলেন। এছাড়াও বড় হয়ে আমি স্কুল থেকে গানে প্রতিযোগিতা করে সব সময় প্রথম স্থান অধিকার করি। তারপর ডিপি এড ট্রেনিংরত অবস্থায় যখন কম্পিটিশন শুরু হয় তখন আমি ঢাকা আন্তঃ পিটি আই ঢাকা বিভাগে লোকগীতি গানে প্রথম স্থান অধিকার করি। অনেক দিন যাবত গানের প্রতি আমার আকর্ষণ ছিলো আর সেই পথ ধরে এতদূর এগিয়ে এসেছি।সাফল্য লাভ করেছি।
আপনার সংগীত নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে?
সামনে আরও আমার লিখা ও সুর করা গান আসতে যাচ্ছে।বঙ্গবন্ধুও প্রধানমন্ত্রীকে নিয়ে আমার গান বের হয়েছে। রিসেন্টলি “আমরা ভালোবাইসা পাশাপাশি রবো সুখে দুখে মনের কথা কবো” কলির একটি গান প্রকাশিত হবে, মিউজিক ঋষিকেশ রকির ব্যানারে গানটির কথা লিখেছি আমি, সুর করেছেন প্লাবন কোরেশি এবং শিল্পী আমি ও নুলক বাবু।
সর্বশেষ প্রশ্ন আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন?
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যেন ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। সামনে আরও কিছু গান আসতে যাচ্ছে। এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিলাম।

