কুমিল্লা -৪ (দেবিদ্বার) এর মাননীয় সংসদ সদস্য, জনাব রাজী মোহাম্মদ ফখরুল, এমপি মহোদয় এর সৌজন্যে
২০২২বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল হতে ফাইনাল (০৯ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর)পর্যন্ত, সকল খেলা ৩২ফুট/১৬ফুট বড় পর্দার মাধ্যমে দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে সম্প্রচার করা হয়। উক্ত খেলা বড় পর্দায় দেখতে পেরে দেবিদ্বারের ফুটবল প্রেমীদের মনে আনন্দর জোয়ার ভাসছে। দেবিদ্বারের মাটিতে বসে যেনো কাতার বিশ্বকাপ সরাসরি লাইভ দেখতে পেরেছিলো দেবিদ্বার বাসী। তাই এমন আনন্দ উপভোগ করার ব্যবস্থা করে দেওয়ার জন্য দেবিদ্বারের ফুটবল প্রেমীদের মুখে মুখে প্রশংসায় ভাসছেন রাজী মোহাম্মদ ফখরুল, এমপি।
ফিফা বিশ্বকাপ 2022 বিজয়ী দল আর্জেন্টিনা’কে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

