ঢাকাMonday , 19 December 2022
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় খেলা জেতার পর আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত কিশোর

Link Copied!

আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ীর ও খিলা আজিজ উল্যা হাই স্কুলের দপ্তরী’র বাচ্চু মিয়ার ভাতিজা এবং পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সাথে বাজারে আর্জেন্টিনা- ফ্রান্স বিশ্ব কাপ ফুটবল খেলা দেখছিলেন শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বেড় করে আর্জেন্টিনার সমর্থনকারীরা। ওই বিজয়ের মিছিলে শাওন ছিলেন। রাত ১২টা ৩০ মিনিটের সময় তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে জয়ের মিছিল করে খিলা বাজারের দিকে আসছিলেন। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে।

এতে সড়কে ছিটকে পড়ে ঘটনার স্থলে শাওনের মৃত্যু হয়। দূর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামে মোটরসাইকেল এক আহোরী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি ভাই, তার-পর সঠিক তথ্য দিতে পারবো।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!