কুমিল্লা উত্তর জেলাস্থ হোমনা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগত নেতাকর্মীদের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টানা হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আগত নেতাকর্মীদের প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ সহ মেডিকেল সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক বলেন – এই সম্মেলনকে ঘিরে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য, আমরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আমাদের এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক সরকার, হাঁড়ির খোঁজে বাড়ির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আমির হোসেন, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন,জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

