শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭ রশিয়া গ্রামে পাটের গোডাউনে ভয়াবহ আগুনে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি ।
এলাকাবাসীর সূত্রে জানাযায় মো: জালাল আলি পাট ব্যাবসায়ী তিনি তার নিজ বাড়ির ছাদে পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ও লোকজন
ফায়ার সার্ভিসকে জানান সেই সাথে আশেপাশের লোকজনকে ডেকে আগুন নিভানোর চেষ্টা করেন ।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পাট ব্যাবসায়ী জালাল বলেন কিভাবে আগুন লেগেছে আমরা এখনো জানতে পারিনি তিনি আরো বলেন আমার ৫৫০ মন পাট ও বাড়ির সবকিছু মিলে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু আগুনে সূত্রপাত জানতে পারেনি আমরা তদন্ত করে দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে খতিয়ে দেখা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

